কাশিনাথপুর বিজ্ঞান স্কুলে ইন্টার ক্লাস ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত
শুধুমাত্র একাডেমিক শিক্ষা নয়, এক্সাটা কারিকুলামে হবে আমাদের বিজয়। একই মাঠে, একই লক্ষ্য জয়। এক পাশে সবুজ জার্সিতে নবম শ্রেণীর সাহসী যোদ্ধারা, অন্য পাশে দশম শ্রেণীর লড়াকু দল সাদা জার্সিতে। ইন্টার ক্লাস কাপ ২০২৫-এর এই ফাইনাল ম্যাচ শুধু একটি খেলা নয়, এটি স্বপ্ন, আত্মবিশ্বাস আর বন্ধুত্বের এক অনন্য উদযাপন।
আজ ১৮ জুলাই শুক্রবার কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় মাঠে কাশিনাথপুর বিজ্ঞান স্কুল কর্তৃক আয়োজিত এ খেলা অনুষ্ঠিত হয়।
কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের সভাপতি মাহফুজ রহমান ফুয়াদ এর সভাপতিত্বে কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের পরিচালক মোঃ ফজলুল হক, মোঃ রিজু, ফেরদৌস তপন,মোঃ মাসুদ হোসেন, মোঃ সালাউদ্দিন প্রমুখ। এছাড়াও কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের সকল শিক্ষক শিক্ষার্থী এ খেলা উপভোগ করেন।
খেলায় দশম শ্রেণি নবম শ্রেণিকে ৩-১ গোলে হারিয়ে শিরোপাজয়ী হিসেবে আনন্দে মেতে ওঠে। খেলায় সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন দশম শ্রেণির নিরব নবম শ্রেণির আপন, সর্বোচ্চ গোলদাতা দশম শ্রেণির রাব্বি, সেরা গোলরক্ষকের পুরস্কার বিজয়ী হন নবম শ্রেনির ইব্রাহিম।
খেলার শুরুতেই কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিষয়ভিত্তিক বক্তব্য দেন।
এম এ হাসেম সম্পাদিত
প্রকাশক আব্দুল জব্বার
©️ ২০২৩ আলোকিত বার্তা ৭১