• সারাদেশ

    কালীগঞ্জ পৌর বঙ্গবন্ধু জাতীয় শিশু ও কিশোর মঞ্চ পূনাঙ্গ কমিটি গঠন

      প্রতিনিধি ৭ আগস্ট ২০২২ , ১১:০৮:২৯ প্রিন্ট সংস্করণ

    মোঃমুক্তাদির হোসেন।ষ্টাফ রিপোর্টারঃ

    গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পৌরসভার বঙ্গবন্ধু জাতীয় শিশু ও কিশোর মঞ্চ কমিটি ঘোষণা করা হয়েছে, ৫১ সদস্য কমিটির সভাপতি দেওয়ান নাভিদ হাসান তিলক , সাধারণ সম্পাদক মোঃ রাব্বি ইসলাম কে পূর্ণঙ্গ কমিটির ঘোষণা করেন,জেলা কমিটির সভাপতি মোঃ ইলিয়াস খান ও সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক।

     

    সাক্ষরিত কালীগঞ্জ পৌর সভার বঙ্গবন্ধু জাতীয় শিশু ও কিশোর মঞ্চর কমিটির ঘোষণা দেন, উল্লেখ থাকে যে সাবেক সাংসদ সদস্য দেওয়ান হছিউদ্দিন দেওয়ান এর বড় ছেলে কামাল উদ্দিন দেওয়ান এর চতুর্থ পুত্র,কালীগঞ্জ পৌরসভার ০৩নং ওয়ার্ড ভাদার্তী গ্রামের বসবাস করেন, অপর দিকে মোঃ রাব্বি ইসলাম ০৪ ওয়ার্ডের বাবুল মিয়ার ২য় ছেলে, গ্রাম মুনশুরপুর গ্রামে বাসিন্দা, উক্ত কমিটির মেয়াদ কাল দুই বছর।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ