• সারাদেশ

    বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিকীতে পাবিপ্রবি ছাত্রলীগের দোয়া মাহফিল

      প্রতিনিধি ৮ আগস্ট ২০২২ , ৬:৫১:৫৩ প্রিন্ট সংস্করণ

     

    পাবিপ্রবি প্রতিনিধি:

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রেরণার উৎস বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

    সোমবার (৮ আগস্ট) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মো. জালালুদ্দিন।

    উক্ত দোয়া মাহফিলের প্রধান উদ্যােক্তা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রাসেল বলেন, জাতির পিতার সুখ-দুঃখের সঙ্গিনী আমাদের সকলের শ্রদ্ধাভাজন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আমাদের প্রেরণা। উনার ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে সারা বাংলার ছাত্রসমাজের অহংকার বাংলাদেশ ছাত্রলীগ এর সংগ্রামী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার নির্দেশে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্তৃক এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করি আমরা। উক্ত দোয়া মাহফিলে আমরা বঙ্গমাতার আত্মার মাগফেরাত কামনা করি।

    এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মধ্যে তবারক বিতরণ করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ