প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২০ , ১১:৫৫:৩৪ প্রিন্ট সংস্করণ
মানিকগঞ্জে ভিডিও কনভারেন্সের মাধ্যমে জেলার সদর উপজেলা, শিবালয়, দৌলতপুর ও সিংগাইর উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার ২৭ আগষ্ট সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস এম ফেরদৌস এর সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. গোলাম মহীউদ্দীন, সাধারন সম্পাদক পিপি আব্দুস সালাম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মো: ইসরাফিল হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, মানিকগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম মো: সিদ্দিকুর রহমান,পিজিসিবির নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো: গিয়াস মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসক এস এম ফেরদৌস ও একজন শিক্ষকের সাথে ভিডিও কনভারেন্সের মাধ্যমে কথা বলেন।
এর আগে জেলার ঘিওর, সাটুরিয়া ও হরিরামপুর উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্ধোধন করা হয়েছে।