• সারাদেশ

    জাতীয় শোক দিবসে পাবিপ্রবিতে গৃহীত কর্মসূচি

      প্রতিনিধি ১১ আগস্ট ২০২২ , ৬:৫৮:০৩ প্রিন্ট সংস্করণ

     

    নাজমুল ইসলাম, পাবিপ্রবি: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে আগামী ১৫ই আগস্ট (সোমবার) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পাবিপ্রবি) জাতীয় শোক দিবস পালন করা হবে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। 

     

    সোমবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

     

    এসব কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১৫ই আগস্ট সকাল ৬:০০ ঘটিকায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং ৯:২৫ মিনিটে কালো ব্যাচ ধারণ করা। এরপর সকাল সাড়ে ৯ টায় উপাচার্যের নেতৃত্বে প্রশাসনিক ভবন থেকে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শোকর‌্যালী সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জনক জ্যােতির্ময় ম্যুরালে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে।

     

    এদিন সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জনক জ্যােতির্ময় প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন এ আলোচনা সভায় সভাপতিত্ব করবেন।

     

    এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নিহত শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।

     

    প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে উল্লেখিত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ