• সারাদেশ

    ভোলায় ৪৬ পুলিশের বিরুদ্ধে নিহত ছাত্রদল সভাপতির স্ত্রীর মামলা

      প্রতিনিধি ১১ আগস্ট ২০২২ , ৭:০১:১৭ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টারঃ

     

    ভোলায় বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের স্ত্রী ইফফাত জাহান সিফাত বাদী হয়ে ৪৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যামামলা দায়ের করেছেন।

     

    বৃহস্পতিবার (১১ আগস্ট) ভোলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সদর মডেল থানার এসআই আনিস উদ্দিনকে প্রধান আসামি করে ৪৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন তিনি।

     

    গত ৩১ জুলাই পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এ নিয়ে ভোলায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে ২টি হত্যা মামলা হয়েছে।

     

    বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম বাছেত জানান, ৩১ জুলাই বিএনপি পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ হন জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম। চিকিৎসাধীন অবস্থায় ৩ দিন পর ঢাকায় নুরে আলমের মৃত্যু হয়। পুলিশের গুলিতে নুরে আলম মারা গেছে দাবি করে তার স্ত্রী বাদী হয়ে বৃহস্পতিবার আদালতে মামলা করেন।

     

    তিনি জানান, এ সময় এজাহার গ্রহণ করে আগামী ৮ সেপ্টেম্বর মধ্যে তথ্য প্রমাণাদি আদালতে দাখিলের জন্য সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বিচারক।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ