• সারাদেশ

    সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত একজন গুরুতর আহত এক

      প্রতিনিধি ১১ আগস্ট ২০২২ , ৭:০৩:৫২ প্রিন্ট সংস্করণ

     

    সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি :

     

    সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত একজন গুরুতর আহত এক।

    বৃহস্পতিবার সকাল সাড়ে আট ঘটিকায় ভুইঁয়াগাতী তাড়াশ সড়কের দেওভোগ নামক স্থানে বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শির বরাতে জানা যায় নিমগাছী আড়ৎ থেকে মাছ নিয়ে বগুড়া যাচ্ছিল নসিমনটি, পথিমধ্যে দেওভোগ নামক স্থানে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা এইচ কে পরিবহনের একটি বাস নসিমনটিকে ধাক্কা দিলে গাড়িটি উল্টে যায়। গাড়ীতে থাকা নসিমনের ড্রাইভার রায়গঞ্জ এর সোনাখাড়া ইউনিয়ন এর হাজীপুর গ্রামের আব্দুর রাজ্জাক (৭০) এবং বগুড়ার গাবতলীর মাছ ব্যবসাী রফিকুল (৫০) উভয়ই গুরতর আহত হয়। স্থানীয় লোকজন উভয়কেই রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাজ্জাককে মৃত ঘোষণা করে। আহত রফিকুল এর চিকিৎসা চলছিল।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ