প্রতিনিধি ১৫ আগস্ট ২০২২ , ২:১৭:১৮ প্রিন্ট সংস্করণ
আব্দুল জব্বার নিজস্ব প্রতিনিধিঃ
যত দিন রবে পদ্মা মেঘনা, গৌরী যমুনা বহমান।তত দিন রবে কীর্তি তোমার,শেখ মুজিবুর রহমান।
.দিকে দিকে আজ অশ্রুগঙ্গা,রক্তগঙ্গা বহমান।নাই নাই ভয়, হবে হবে জয়,জয় জাতীর পিতা শেখ মুজিবুর রহমান।
তার জন্ম হয়েছিলো বলেই আমরা পেয়েছি স্বাধীনতা। তিনি বাংলাদেশের মহানায়ক তিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৪৭ বছর আগে ১৯৭৫ সালের এই কালিমাময় দিনে জাতি হারিয়েছে তায় গর্ব, ইতিহাসের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী শেখ মুজিবুর রহমানকে। একাত্তরের পরাজিত শক্তির ঘৃণ্য সর্বনাশা চক্রান্তে একদল ঘাতকের পৈশাচিকতার বলি হয়েছিলেন বঙ্গবন্ধু ও তাঁর পরিবার-পরিজন। রচিত হয় ইতিহাসের কলঙ্কিত অধ্যায়। বঙ্গবন্ধু ও তার পরিবার এবং নিকটাত্মীয়সহ ১৭ জনকে ওই রাতে নৃশংসভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করায় তারা প্রাণে বেঁচে যান।
দোয়া মাহফিলে বিজ্ঞান স্কুলের শিক্ষকদের একাংশ।
মহান স্বাধীনতার স্থপতি ও বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে কাশিনাথপুর বিজ্ঞান স্কুল কর্তৃক আয়োজিত আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।আজ কাশিনাথপুর বিজ্ঞান স্কুলে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশীনাথপুর বিজ্ঞান স্কুলের সম্মানিত সভাপতি জনাব আমিরুল ইসলাম সানু, অভিভাবক সদস্য মোঃ মোখলেছুর রহমান মুকুল মিঞা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ মনিরুজ্জামান মনির।এ সময় বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জনাব মোঃ আব্দুর রাজ্জাক স্যার আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে সকল শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে দোয়া করেন গণিত শিক্ষক মো. হাবিবুর রহমান।
উল্লেখ্য কাশিনাথপুর বিজ্ঞান স্কুল বৃহত্তর কাশিনাথপুরে শিক্ষার বিস্তার ঘটাতে শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। তারা নিয়মিতভাবে বিভিন্ন দিবস পালন করে আসছে।