প্রতিনিধি ১৫ আগস্ট ২০২২ , ৮:২৫:৪৪ প্রিন্ট সংস্করণ
আব্দুল জব্বার নিজস্ব প্রতিনিধিঃ
যত দিন রবে পদ্মা মেঘনা, গৌরী যমুনা বহমান।তত দিন রবে কীর্তি তোমার,শেখ মুজিবুর রহমান।
দিকে দিকে আজ অশ্রুগঙ্গা,রক্তগঙ্গা বহমান।নাই নাই ভয়, হবে হবে জয়,জয় জাতীর পিতা শেখ মুজিবুর রহমান।
৪৭ বছর আগে ১৯৭৫ সালের এই কালিমাময় দিনে জাতি হারিয়েছে তার গর্ব, ইতিহাসের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী শেখ মুজিবুর রহমানকে। একাত্তরের পরাজিত শক্তির ঘৃণ্য সর্বনাশা চক্রান্তে একদল ঘাতকের পৈশাচিকতার বলি হয়েছিলেন বঙ্গবন্ধু ও তাঁর পরিবার-পরিজন। রচিত হয় ইতিহাসের কলঙ্কিত অধ্যায়। বঙ্গবন্ধু ও তার পরিবার এবং নিকটাত্মীয়সহ ১৭ জনকে ওই রাতে নৃশংসভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করায় তারা প্রাণে বেঁচে যান।
আজ ধোবাখোলা করোনেশন উচ্চ বিদ্যালয় ও কলেজ নাটিয়াবাড়ি যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়।
ধোবাখোলা করোনেশন উচ্চ বিদ্যালয় ও কলেজ নাটিয়াবাড়ি এর গভর্নিং বডির সভাপতি আবুল কালাম আজাদ মানিক, গভর্নিং বডির সদস্য এম এ মালেক বাবলু,সকল শিক্ষক শিক্ষিকদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
অতঃপর ছাত্র ছাত্রী সহ সবাই একত্রে নিয়ে শোক র্যালি অংশগ্রহণ করেন। র্যালি স্কুল প্রাঙ্গন থেকে নাটিয়াবাড়ি বাজার হয়ে নগরবাড়ী মুজিব বাধ প্রদক্ষিণ করে আবার স্কুল প্রাঙ্গণে সমবেত হয়।
শোক র্যালি শেষে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন,আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।