কাশিনাথপুরে বেকার যুবককের সমন্বিত উদ্যোগে রাইড শেয়ারিং চালু
নিউজ ডেস্ক :
নিজেদের শখের মোটরসাইকেল নিয়েই বেকারত্ব দূর করতে সমন্বিত উদ্যোগে রাইড শেয়ারিং চালু করলো কাশিনাথপুরের কয়েকজন বেকার যুবক।
সোমবার (২৬ মে) দুপুরে কাশিনাথপুর মোড়, কাজিরহাট ফেরিঘাট মোড় ও নাজিরগঞ্জ মোড়ে বাইক রাইডারদের নিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
মাহদী হাসান, আরিফ মাহমুদ, রবিউল আওয়াল জানান, আমাদের অঞ্চলের কয়েকজন বেকার যুবক মিলে আমরা বাইক রাইড শেয়ারিং চালু করেছি। যুবকরা যাতে বসে থেকে মাদক ও বিভিন্ন অপরাধের সঙ্গ জড়িত না হয়, সেই চিন্তা থেকেই মূলত এটার আয়োজন করা।
অফিসগামী, শিক্ষার্থী কিংবা জরুরি কাজে বের হওয়া মানুষদের জন্য এটি একটি সময়-সাশ্রয়ী ও কার্যকর বিকল্প ব্যবস্থা। কোন প্রকার হয়রানি ও ভোগান্তি ছাড়াই সবাই সেবাটি পাবেন। প্রতিদিন ভোর ৬ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত আমাদের টিম সর্বদা কাজ করবে। কাশিনাথপুর থেকে কাজিরহাট, কাজিরহাট থেকে কাশিনাথপুর, কাজিরহাট থেকে নাজিরগঞ্জ, আবার নাজিরগঞ্জ থেকে কাজিরহাট রুটে চলাচল করবে। আগামী কোরবানি ঈদের পর থেকে এ্যাপসের মাধ্যমে সেবা প্রদান করা হবে। প্লেস্টোর থেকে এ্যাপসটি ডাউনলোড করা যাবে।
এমন উদ্যেগকে স্বাগতম জানিয়েছে এলাকার জনসাধারণ।
এম এ হাসেম সম্পাদিত
প্রকাশক আব্দুল জব্বার
©️ ২০২৩ আলোকিত বার্তা ৭১