পাবনায় ২ মাদক সেবনকারী কে তিন মাসের কারাদন্ড
ফেরদৌস হাসান বিশেষ প্রতিনিধি:
পাবনা সদর উপজেলা মাদকদ্রব্য আইনে দুই ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।
১৭জুলাই ২০২৫ইং তারিখে পাবনার সদর উপজেলায় সকাল ১২টার সময় দ্বীপচর এলাকার মো.আজিম মোল্লার ছেলে মো.ফয়সাল( ২৪)ও মো.খলিল খাঁর ছেলে মো.মোজাম খাঁ( ২৫) এই দুই মাদক সেবনকারীকে তিন মাসের কারাদণ্ড দেয় সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুরাদ হোসেন।
তিনি বলেন মাদক একটি সর্বনাশা নেশা যারা মাদক সেবন করে তাদের জীবনে নেমে আসে ঘন কুয়াশার অন্ধকার, ক্ষতিগ্রস্ত হয় তাদের তাদের পরিবার । যারা মাদক সেবন করে এবং বিক্রয় করে তাদের সাথে কোন আপোষ নেই তাই আপনারা সবাই মাদক সেবন ও থেকে বিরত থাকবেন ।
এম এ হাসেম সম্পাদিত
প্রকাশক আব্দুল জব্বার
©️ ২০২৩ আলোকিত বার্তা ৭১