পাবনা ব্যাংকার্স ফোরামের নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
গতকাল শনিবার সন্ধ্যায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের নিরালা স্যুটে পাবনা ব্যাংকার্স ফোরামের নবনির্বাচিত নির্বাহী পরিষদ (২০২৫-২০২৬) এর অভিষেক অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি ও সোনালী ব্যাংকের জিএম আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এসিস্ট্যান্ট কাস্টমার সার্ভিস ম্যানেজার মোঃ শাহীদুল ইসলাম পরিচালনায় পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন ইসলামি ব্যাংক পিএলসি এর এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মির্জা সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা ও যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ এবং ফোরামের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ জবদুল ইসলাম। অনুষ্ঠানে ফোরামের পরিকল্পনা প্রণয়নসহ বিভিন্ন ধরনের সহযোগিতার মনোভাব পোষণ করে বক্তব্য রাখেন ফোরামের সহসভাপতি ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক রেজওয়ানুর রহমান, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ইভিপি সাইফুল ইসলাম, ইসলামী ব্যাংকের এসভিপি মুহাম্মদ জিয়াউল্লাহ, ফোরামের সাধারণ সম্পাদক ও ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সৈয়দ নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও কমার্স ব্যাংকের এসপিও হামিদুর রহমান, অগ্রণী ব্যাংকের এজিএম আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ ও সোনালী ব্যাংকের এসপিও ড: আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এসিস্ট্যান্ট কাস্টমার সার্ভিস ম্যানেজার মোঃ শাহীদুল ইসলাম, এনসিসি ব্যাংকের সিনিয়র অফিসার শিপন আলী, দপ্তর সম্পাদক ও প্রিমিয়ার ব্যাংকের অফিসার মিলন হোসেন, সহ দপ্তর সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের উপ সহকারি পরিচালক মাহবুবুর রহমান জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জনতা ব্যাংকের সিনিয়র অফিসার আজিজুর রহমান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সিটি ব্যাংকের অফিসার বুলবুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং সিটি ব্যাংকের এভিপি আতাউর রহমান পলাশ, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং সোনালী ব্যাংকের এসপিও সুমন আনোয়ার মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং ইসলামী ব্যাংকের এসপিও মীর গোলাম মওলা শরীফ, সহ ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং বেসিক ব্যাংকের প্রিন্সিপাল অফিসার তারিকুল ইসলাম টুটুল, মহিলা বিষয়ক সম্পাদক ও সোনালী ব্যাংকের এজিএম রাজিয়া সুলতানা, ফোরামের নির্বাহী পরিষদ সদস্য ও সোনালী ব্যাংকের ডিজিএম গোলাম হাসান, রুপালী ব্যাংকের ডিজিএম মতিউর রহমান, জনতা ব্যাংকের ডিজিএম মাহমুদ উল মতিন, কৃষি ব্যাংকের ডিজিএম গাজীউর রহমান, ব্যাংক এশিয়ার এভিপি মনির হোসেন চৌধুরী, ইসলামী ব্যাংকের এভিপি মির্জা সিদ্দিকুর রহমান মাখন, জনতা ব্যাংকের এসপিও আনিসুর রহমান খান, বেসিক ব্যাংকের এসপিও রবিউল ইসলাম, সোনালী ব্যাংকের এসপিও আরিফ চৌধুরী, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার বেলালুর রহমান ও স্ট্যান্ডার্ড ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার কামরুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন জনতা ব্যাংকের এজিএম মো: নুরুজ্জামান। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সার্বিক সাফল্য মন্ডিত করে তোলে। আগামীতে পাবনা ব্যাংকার্স ফোরামের মাধ্যমে বিভিন্ন ধরনের যৌক্তিক সহযোগিতা ও উন্নয়ন কর্মকান্ডসহ কল্যাণমূলক কাজে উপস্থিত সবাই অগ্রণী ভূমিকা পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এম এ হাসেম সম্পাদিত
প্রকাশক আব্দুল জব্বার
©️ ২০২৩ আলোকিত বার্তা ৭১