কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস চিকিৎসক নেই চিকিৎসা সেবায় ভর করছে সংকট, ভুক্তভোগীদের কান্না–ক্ষোভ
আব্দুল জব্বার প্রকাশক:
পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের একমাত্র উপ-স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে এমবিবিএস চিকিৎসক নেই। এর ফলে কেন্দ্রটিতে জরুরি চিকিৎসা কার্যত বন্ধ হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগীসহ গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধরা।
ভৌগোলিকভাবে কাশিনাথপুর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। আশপাশের কয়েকটি গ্রামের মানুষও এই স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল। কিন্তু গত কোরবানির ঈদের পর থেকে এখানে চিকিৎসক শূন্য অবস্থায় পড়ে আছে কেন্দ্রটি। বর্তমানে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাহমুদা আফরোজসহ কয়েকজন স্বাস্থ্যকর্মী প্রাথমিক সেবা দিচ্ছেন। তবে জটিল বা জরুরি চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।
বরাট গ্রামের আব্দুর সোবহান বলেন, “মেয়েকে নিয়ে জ্বরে চিকিৎসার আশায় এসেছিলাম। কিন্তু ডাক্তার না থাকায় কোনো সঠিক চিকিৎসা পেলাম না।”
একইভাবে ৭০ বছরের প্রবীণ ছফি উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার হার্টের সমস্যা। প্রেসক্রিপশন দেওয়ার মতো ডাক্তার এখানে নেই। প্রতি মাসে দূরে যেতে হয়। ভাড়া না থাকলে চিকিৎসাই বাদ দিই।”
স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে ডাক্তার না থাকলেও কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলেও কেবল দায়সারা জবাবই মেলে।
উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা স্বীকার করেছেন, এমবিবিএস চিকিৎসক সংকট । বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পদায়ন হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন, “সারাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে স্বাস্থ্যসেবায় ভোগান্তি হচ্ছে। আমি ইতোমধ্যে জেলা স্বাস্থ্য বিভাগকে জানিয়েছি। আশা করি দ্রুত সমাধান হবে।”
সচেতন মহল মনে করছেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। কাশিনাথপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় দ্রুত চিকিৎসক পদায়ন না হলে সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্যব্যবস্থা থেকে আস্থা হারাবে এবং এর বিরূপ প্রভাব পড়বে পুরো অঞ্চলের জীবনে।
এম এ হাসেম সম্পাদিত
প্রকাশক আব্দুল জব্বার
©️ ২০২৩ আলোকিত বার্তা ৭১