• সারাদেশ

    নীলফামারিতে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

      প্রতিনিধি ২২ আগস্ট ২০২২ , ১১:৫০:০৪ প্রিন্ট সংস্করণ

    নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে শোক র‍্যালী ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ আগস্ট) বিকেলে দিনটি উপলক্ষে নীলফামারী পৌর আওয়ামীলীগের উদ্যোগে গ্রেনেড হামলা নিহত সকল শহীদ ও আহতদের স্মরণে একটি শোক র‍্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে।

     

    সমাবেশে পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ‍্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান প্রমুখ। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।

     

    শহিদ মিনারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এদেশে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন করলেও পাকিস্তানের প্রেতাত্মারা এদেশে রয়ে গেছে। সেজন্য স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে নির্মূল করার জন্য বিএনপি- জামায়াত জোটের পৃষ্ঠপোষকতায় ২০০৪ সালের ২১ আগস্টের মত জঘন্যতম হামলা করে আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল। আগামীতে ২১ আগস্টের মত নেক্কার জনক ঘটনা যাতে না ঘটাতে পারে সেজন্য আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

     

    এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহানুর আলম শানু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক রাসেল আমিন স্বপন, জেলা কৃষক লীগের সভাপতি ইয়াহিয়া আবিদ, সাধারণ সম্পাদক এ্যাড. আজাহারুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের সভাপতি সান্তনা চক্রবর্তী, সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী, জেলা তাঁতি লীগের প্রচার সম্পাদক সাংবাদিক আল আমিন, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক জুবাইর হোসেন প্রামানিক জীম, সহ-সভাপতি আল শাহরিয়ার শাকিল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ