প্রতিনিধি ২৩ আগস্ট ২০২২ , ৫:২৪:২৪ প্রিন্ট সংস্করণ
সঞ্জয় দাস, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীতে অগ্নিকান্ডে কয়েকটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানসহ বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার মধ্যরাতে জেলা শহরের সবুজপাড়া এলাকায় অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।
এলাকাবাসী ৯৯৯ লাইনে ফোন দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্র জানায়, রাত একটার দিকে সবুজপাড়া এলাকায় অগ্নিকান্ডে সাতটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান ও একটি বসত ঘর এবং একটি রান্না ঘর ভষ্মিভুত হয়।