প্রতিনিধি ২৫ আগস্ট ২০২২ , ৫:২০:৪৮ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ-
ভোলার দৌলতখানে ২২৫ গ্রাম গাঁজাসহ নুরে আলম (৪০) নামের এক মাদক
কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বুধবার রাত আটটায় উপজেলার চরখলিফা ইউনিয়নের দিদারউল্ল্যাহ গ্রামের তার বসতঘর
থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নুরে আলম ওই গ্রামের মৃত মজিবল হকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ভোলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারি পরিচালক এ কেএম দিদারুল আলম জানান, নুরে আলম দীর্ঘদিন ধরে ভদ্রতার অন্তরালে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে তার বসতঘরে অভিযান চালিয়ে ২২৫ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বৃহস্পতিবার তাকে ভোলা কোর্ট হাজতে সোপর্দ করা হয়েছে,