• সারাদেশ

    নীলফামারীতে খ্রিষ্টান ধর্মালম্বীদের আত্নিক‌ উদ্দীপনা ও বিশেষ আরোগ্যদায়ী প্রার্থনা সভা

      প্রতিনিধি ২৬ আগস্ট ২০২২ , ৩:৩৬:০১ প্রিন্ট সংস্করণ

    সঞ্জয় দাস, নীলফামারী জেলা প্রতিনিধি:

     

    নীলফামারী সদরের (নটখানায়) খ্রিষ্টান ধর্মালম্বীদের আত্নিক‌ উদ্দীপনা ও বিশেষ আরোগ্যদায়ী প্রার্থনা সভা শুরু হয়েছে তিন দিনব্যাপী, নীলফামারী সদরের (নটখানা) মাঠে, গানের মাধ্যম দিয়ে শুরু হলো সভাটি , সভায় প্রতিদিন অসুস্থ রোগীদের বিশেষ আরোগ্যদায়ী প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা দূরদূরান্ত থেকে এসেছে এই বিশাল সভায় জিসুর ভক্তরা বাংলাদেশ থেকে ভিন্ন জেলা থেকে এসেছে আবার এই দিকে দেশের বাইরে দেশ থেকে এসেছে বিদেশি আমেরিকানরা আমেরিকার বিশেষ বক্তব্য দেওয়ার জন্য এসেছেন বিদেশি বক্তারা

    এইদিকে আয়োজনে রয়েছেন ৪ ইউনাইটেড পেন্টিকক্টাল চাচ অব বাংলাদেশ , সহযোগীতায় রয়েছে রংপুর বিভাগীয় আন্ত: মন্ডলী

    সভাটি চলবে বিকেল ৪:৩০ থেকে রাত ৮টা পর্যন্ত।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ