প্রতিনিধি ২৭ আগস্ট ২০২২ , ৮:৫৩:২১ প্রিন্ট সংস্করণ
বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি, কাচারী কোয়ালীপাড়া ও দ্বীপপুর ইউনিয়নে আওয়ামী লীগের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকী, জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে গোয়ালকান্দি মাদ্রাসা মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
প্রধান অতিথি বলেন, আগস্ট মাস আসলেই বাঙ্গালী জাতি শোকে শোকাহত হয়ে পড়ে। সেই শোককে শক্তিতে পরিনত করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অন্তরে ধারণ করে এগিয়ে যেতে হবে। এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। জাতির জনককে হত্যা করে স্বাধীনতাকে হত্যা করতে চেয়েছিল বিএনপি। শেখ মুজিবকে হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। তাঁর আদর্শকে ধারণের পাশাপাশি স্বপ্নকে বাস্তুবায়ন করে চলেছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু বঙ্গবন্ধু নয় তাঁর পরিবারের সদস্যদেরও নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে। লাল সবুজের পতাকার সম্মান অক্ষুন্ন রাখতে জাতীয় নির্বাচনে আবারও নৌকার বিজয় ঘটাতে হবে। ষড়যন্ত্রকারীদের জবাব দিতে হবে। জাতির পিতার অবদান অস্বীকার করার উপায় নেই। জাতির পিতার রক্তের প্রতিশোধ নিতে গেলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় ঘটাতে হবে। নৌকার বিজয় ছাড়া দেশের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব না।
গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল আলী খরাদীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল,
গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকার।
ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল সালাম, আব্দুর রাজ্জাক মোল্লা, আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান, আবু সায়েম, সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা, ধর্ম বিষয়ক সম্পাদক সামসুল হক, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল কাফী, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, যুবলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক আতাউর রহমান শ্যামল।
অপরদিকে, কাচারী কোয়ালীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল মজিদ মাস্টারের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আয়েন উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক ও কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের আহŸায়ক নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল মামুন প্রামানিক, জাহাঙ্গীর আলম, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, চেয়ারম্যান মোজাম্মেল হক, সদস্য জয়নাল আবেদীন, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম। এ সময় উপস্থিত ছিলেন কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জেহের আলী, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, আইন বিষয়ক সম্পাদক রহিদুল ইসলাম, কৃষকলীগ নেতা আফসার আলী, আওয়ামী লীগ নেতা আবেদ আলী, হাফিজুর রহমান, আব্দুর রাজ্জাক, মহিলা লীগের সভাপতি পারভীন বেগম, সাধারণ সম্পাদক হাফিজা বেগম সহ ইউপি সদস্য, আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও দ্বীপপুর ইউনিয়নে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়নের আহŸায়ক মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান, সদস্য শাহরিয়া আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, দ্বীপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মকছেদ আলী প্রমুখ। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।