প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২২ , ১২:৪২:১৪ প্রিন্ট সংস্করণ
জাকের পার্টির প্রতিষ্ঠাতা শাহ্সূফী খাজা ফরিদপুরীর (র.) ওফাত দিবস উপলক্ষ্যে ২ দিনব্যাপী ইসলামী সম্মেলন শুরু হচ্ছে কৈজুড়ী জাকের মঞ্জিলে। শনিবার সারা দেশ থেকে শান্তিকামী মানুষ সমবেত হচ্ছেন অনুষ্ঠানে।
আরবি হিসাব অনুসারে ৭ সফর শাহ্সূফী খাজা ফরিদপুরীর ওফাত দিবস। এ উপলক্ষ্যে ৬ সফর মাগরিব থেকে শুরু হচ্ছে এ সম্মেলন।
২০০১ সালে মৃত্যুবরণ করেন শাহ্সূফী খাজা ফরিদপুরী। দেশ-বিদেশের কোটি কোটি অনুসারীকে শোক সাগরে ভাসিয়ে বনানী দরবারেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
ফরিদপুরের কোতোয়ালির ঘোড়াদহ এলাকায় কৈজুড়ী জাকের মঞ্জিলে শনিবার মাগরিব নামাজের পরে ২ রাকাত করে ৬ রাকাত নফল নামাজ ও বিশেষ মুনাজাতের মধ্যে দিয়ে শুরু হয় ইসলামী সম্মেলন।
অত্যন্ত শোকঘন ও বেদনাবিধূর আবহে নফল ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, মোরাকাবা মোশাহদো, জিকির, দফায় দফায় মিলাদ মাহফলি ও বিশেষ মুনাজাত এবং ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় বিশ্বওলীর অবদান এবং হেদায়েতের জীবন আলোকপাত করে বয়ান হবে।
রাত ১টা ৩৫ মিনিটে ওফাতক্ষণ স্মরণে মিলাদ মাহফিল ও জিয়ারত অনুষ্ঠিত হবে। আগামীকাল রোববার বাদ আসর বিশ্বওলীর (র.) রওজা জিয়ারতের মধ্য দিয়ে এ সম্মেলন শেষ হবে।
বিশ্বওলীর আধ্যাত্মিক উত্তরাধিকার ও জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সম্মেলনে সমবেতদের সাক্ষাত দান করবেন ও বক্তব্য রাখবেন। একই সঙ্গে বহির্বিশ্বের নানা দেশে জাকের পার্টি শোকবিধূর দিবসের কর্মসূচি পালন করবে।
এ সম্মেলনে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।