• সারাদেশ

    সিরাজগঞ্জের তাড়াশে দুই ইউনিয়নে ছাত্রলীগের কমিটি গঠন

      প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২২ , ৭:০৩:২৫ প্রিন্ট সংস্করণ

     

    সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি

     

    সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ও দেশীগ্রাম ইউনিয়ন শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

    শনিবার (৩ সেপ্টেম্বর,) রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রতিটি ইউনিয়নে আগামী ১ বছরের জন্য ১৩বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

    এতে মাধাইনগর ইউনিয়নে সভাপতি পদে ইমরান হোসেন ও আতিকুল ইসলাম আতিককে সাধারণ সম্পাদক ও দেশীগ্রাম ইউনিয়নে সভাপতি পদে নয়ন সরকার ও সুজন মাহমুদকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন করা হয়েছে।

    উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ জানান, নবগঠিত কমিটি অনুমোদন দেয়াসহ খুব দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জমা দেয়ার জন্য সভাপতি/ সাধারণ সম্পাদককে নির্দেশ দেয়া হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ