প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২২ , ৭:০৯:১০ প্রিন্ট সংস্করণ
সেলিম রেজা সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের সদর উপজেলার বিভন্ন ক্লিনিক,হাসপাতাল এবং ডাইগোনেস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছে,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এই অভিযান চালায়। এ সময়ে প্যথলজি বিভাগের ফ্রিজে মাংস রাখার দায়ে”মদিনা জেনারেল হাসপাতাল কে ৭ হাজার,সেবা জেনারেল হাসপালে মুল্য তালিকার সাথে ভাউচারের মিল না থাকা,এবং রি-এজেন্ট গুলাতে আমদানিকারকের স্টিকার যুক্ত না থাকায় শেফা প্যথলজি কে ৫ হাজার,সিটি জেনারেল কে ৫ হাজার,হেলথ এইড হাসপাতাল কে ৫ হাজার সহ মোট২২ হাজার টাকা জরিমানা আদায় করেন। জনসার্থে এমন অভিযান অব্যাবহ থাকবে বলে জানিয়েছেন-সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।