প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২২ , ৭:০৫:৪১ প্রিন্ট সংস্করণ
আবু সাইদ চৌধুরী( রানীনগর- নওগাঁ)ঃ নওগাঁয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও খাবার হোটেলে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ভিন্ন ভিন্ন অরপাধে চারটি প্রতিষ্ঠানে মোট ১৩ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.শামীম হোসেনের নেতৃত্বে শহরের পুরাতন বাসস্ট্যান্ড, কাঁচাবাজার এবং বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁ কার্যালয় সূত্রে জানা যায়,অভিযানে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বাসী খিচুড়ি, গ্রীল ফ্রিজে সংরক্ষণের অপরাধে অ্যাপায়ন হোটেলের মালিক শহিদুল ইসলামকে ১০ হাজার, কাঁচাবাজারে অবস্থিত বিসমিল্লাহ হোটেলের মালিক মোরশেদ আলমকে ১ হাজার এবং হোটেল আল ইউসুফ এর মালিক আনিসুর রহমানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযোগের ভিত্তিতে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ভাই ভাই ভিআইপি সেলুনকে সেবার মূল্য তালিকা না থাকায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিক এবং নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস টিম সহযোগীতা করেন।
শামীম হোসেন বলেন,বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় এ অভিযান চালানো হয়। ভোক্তা স্বার্থ রক্ষায় নিয়মিত এ ধরণের অভিযান চলমান থাকবে।