• সারাদেশ

    সিরাজগঞ্জে শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আলোচনা সভা

      প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২২ , ৩:০১:৩০ প্রিন্ট সংস্করণ

    সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি :

     

    সিরাজগঞ্জের শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন বসাকের সভাপতিত্বে ও সংগ্রামী সাধারন সম্পাদক মানিক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও আসন্ন উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের সাধারন সম্পাদক পদপ্রার্থী বাসুদেব দত্ত, পৌরসভার কাউন্সিলর জহরলাল হোসেন, পৌর শাখার সহ-সভাপতি তুষার কান্তি সাহা, অসীম ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক দীপক মুখার্জী, উপজেলা কাঠমিস্ত্রী শ্রমিক ইউনিয়নের সভাপতি ফটিক সূত্রধর, সাধারন সম্পাদক চন্দন রায়, পৌর পূজা উদযাপন পরিষদের গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক সুব্রত মুখার্জী লিখন, দফতর সম্পাদক অসীম কুমার রায়, সহ-কোষাধক্ষ মানিক কুমার দেব, প্রচার সম্পাদক ভরত সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক রাজেশ দত্ত, কার্যকরী সদস্য জনি পাল, মহাদেব জয়সহ স্থানীয় সনাতনী নেতৃবৃন্দ,।

    উল্লেখ্য, গতকাল শুক্রবার (৯ সেপ্টেম্বর,) ঢাকার শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গোৎসব -২০২২ উপলক্ষে অনুষ্ঠিত বর্ধিত সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণকালে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের দেয়া দিকনির্দেশনার ওপর গুরুত্বারোপ করে স্থানীয় সনাতনী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ