প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২২ , ৩:০১:৩০ প্রিন্ট সংস্করণ
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন বসাকের সভাপতিত্বে ও সংগ্রামী সাধারন সম্পাদক মানিক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও আসন্ন উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের সাধারন সম্পাদক পদপ্রার্থী বাসুদেব দত্ত, পৌরসভার কাউন্সিলর জহরলাল হোসেন, পৌর শাখার সহ-সভাপতি তুষার কান্তি সাহা, অসীম ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক দীপক মুখার্জী, উপজেলা কাঠমিস্ত্রী শ্রমিক ইউনিয়নের সভাপতি ফটিক সূত্রধর, সাধারন সম্পাদক চন্দন রায়, পৌর পূজা উদযাপন পরিষদের গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক সুব্রত মুখার্জী লিখন, দফতর সম্পাদক অসীম কুমার রায়, সহ-কোষাধক্ষ মানিক কুমার দেব, প্রচার সম্পাদক ভরত সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক রাজেশ দত্ত, কার্যকরী সদস্য জনি পাল, মহাদেব জয়সহ স্থানীয় সনাতনী নেতৃবৃন্দ,।
উল্লেখ্য, গতকাল শুক্রবার (৯ সেপ্টেম্বর,) ঢাকার শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গোৎসব -২০২২ উপলক্ষে অনুষ্ঠিত বর্ধিত সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণকালে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের দেয়া দিকনির্দেশনার ওপর গুরুত্বারোপ করে স্থানীয় সনাতনী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।