প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২২ , ৬:২৭:১৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ পাবনা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) পাবনা পুলিশ লাইন্স মাঠে সকাল ৮ ঘটিকায় অনুষ্ঠিত হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ করেন ও প্যারেড পরিদর্শন করেন জনাব মোঃ আকবর আলী মুন্সী, পুলিশ সুপার পাবনা।
জেলা পুলিশের সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যরা মাস্টার প্যারেড অংশগ্রহণ করেন। প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন জনাব মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার।
অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার জেলা পুলিশের সকল সদস্যদের উদ্দেশ্যে জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি দায়িত্বরত পুলিশ অফিসার ও সদস্যদের পেশাদারিত্ব এবং সুনামের সহিত কর্তব্য পালনের বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।