মোঃ রোকন মিয়া কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ব্রম্মপুত্রের আকর্ষিক ভাঙনে গত ২দিনের ব্যবধানে প্রায় ৩০টি পরিবারের পুরাতন বসতভিটা ঘরবাড়ি মূল্যবান আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।দফায় দফায় ভাঙ্গনে বেগমগঞ্জ ইউনিয়ন মান চিত্র থেকে হারিয়ে যাওয়ার পথে। সরেজমিন রবিবার ১১সেপ্টেম্বর দুপুরে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কড্ডার মোড় সংলগ্ন রসুলপুর গ্রামে ব্রম্মপুত্রের ভয়াবহ ভাঙ্গনের দৃশ্য দেখা গেছে। গত ২ দিনের ব্যবধানেবোন ব্রম্মপুত্রের করালগ্রাসে ৩০ টি পরিবারের বসত ভিটা, ২টি ঘড় পারিবারিক কবরস্থান মূল্যবান গাছপালা আবাদি জমি ব্রহ্মপুত্রের বুকে বিলীন হয়ে গেছে।
অনেকে কোথায় আশ্রয় নিবে তার কোনো কুল কিনারা করতে না পারায় বর্তমানে তারা দিশেহারা হয়ে পড়েছে। ভাঙ্গনের শিকার আব্দুল মান্নান ফকির, বলেন রবিবার রাত দেড়টায় আমার বসত বাড়ির নির্মানাধীন দুটি ঘর ব্রহ্মপুত্র নদীতে বিলীন হয়ে গেছে। আটকাতে পারিনি। তাছাড়াও ভাঙ্গনের শিকার,আবুতালেব,মোন্নাফ ফকির,কালা লালচাঁদ সহঅনেকে জানান হুমকির মুখে রয়েছে প্রায়পাঁচ শতাধিক বসতভিটা, মুসল্লী পাড়া জামে মসজিদ, আবাদি জমি চলাচল।