• সারাদেশ

    পাবনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান 

      প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২২ , ১২:৩৯:৩২ প্রিন্ট সংস্করণ

     

    পাবনা প্রতিনিধিঃ

    সুজানগরের ভাঁয়না ইউনিয়নের হেমরাজপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিক রাকিব হোসেনের বাড়িতে অবস্থান করছেন এক কলেজ পড়ুয়া ছাত্রী। প্রেমিক রাকিব হোসেন ওই গ্রামের কামাল প্রামানিকের ছেলে।

     

    এদিকে প্রেমিকা রিমা খাতুন পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের কোলাদী গ্রামের আনছার হোসেনের মেয়ে এবং স্থানীয় দুবলিয়া হাজী জসিম উদ্দিন ডিগ্রি অনার্স কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।

     

    প্রেমিকা রিমা খাতুন  জানান, গত এক বছর ধরে রাকিবের সাথে তার গভীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। রাকিব বিয়ের কথা বলে দৈহিক সম্পর্ক গড়ে তোলে এবং বিভিন্ন সময়ে অন্তরঙ্গ ছবিও তোলে। পরবর্তীতে রাকিবকে বিয়ের কথা বললে রাকিব  তালবাহানা শুরু করে।আমি এর সঠিক ফয়সালা চাই। সেজন্য আমি অনশন করছি।

     

    অবশেষে বাধ্য হয়ে সে সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে রাকিবের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করে। বিয়ে না করা পর্যন্ত এ বাড়ি থেকে ফিরবেন না বলে জানিয়ে দেন রিমা। বিয়ে না করলে আত্মহত্যারও হুমকি দেয় সে।

    এদিকে এ খবর জানতে পেয়ে প্রেমিক রাকিব মুঠোফোন বন্ধ করে গা ঢাকা দিয়েছে।

    সুজানগর থানা ইনচার্জ আব্দুল হান্নান জানান, আমরা এ ব্যাপারে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যাবস্হা নেওয়ার কথা জানান তিনি।

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ