• সারাদেশ

    আবার টি-টোয়েন্টির এক নম্বর অলরাউন্ডার সাকিব

      প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২২ , ৮:৩১:৫২ প্রিন্ট সংস্করণ

     

    মিজানুর রহমান কাজলঃ

    আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় আগে থেকেই ছিলেন শীর্ষে। এবার প্রায় এক বছর পর টি–টোয়েন্টি ক্রিকেটের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন সাকিব আল হাসান।

     

    যদিও যতটা না নিজের কৃতিত্বে, তাঁর চেয়ে বেশি আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর ব্যর্থতায়। গত সপ্তাহে র‌্যাঙ্কিংয়ে ২৫২ রেটিং নিয়ে শীর্ষে ছিলেন নবী।

     

    নবী এশিয়া কাপে খেলা ৫ ম্যাচের ৪ ইনিংসে ব্যাট করে রান করেছেন মাত্র ১৬নবী এশিয়া কাপে খেলা ৫ ম্যাচের ৪ ইনিংসে ব্যাট করে রান করেছেন মাত্র ১৬

     

    তবে এশিয়া কাপের ব্যর্থতাই তাঁকে এ ধাপ নিচে নামিয়ে এনেছে। নবী এশিয়া কাপে খেলা ৫ ম্যাচের ৪ ইনিংসে ব্যাট করে রান করেছেন মাত্র ১৬। অন্যদিকে বল হাতে নিয়েছেন ৩ উইকেট। এমন পারফরম্যান্স তাঁর রেটিং কমেছে ৬। ২৪৬ পয়েন্ট নিয়ে নেমে গেছেন তালিকার দুই নম্বরে। র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

     

    অন্যদিকে এশিয়া কাপে আহামরি কিছু না করলেও রেটিং ধরে রাখার মতো পারফরম্যান্স করেছেন সাকিব। ২ ম্যাচে ব্যাট হাতে ৩৫ রানের পাশাপাশি, বল হাতে নিয়েছেন ১ উইকেট। এর আগের প্রকাশিত র‌্যাঙ্কিংয়ের ২৪৮ রেটিং ছিল সাকিবের। নবীর ৬ পয়েন্ট কমলে ২৪৮ রেটিং নিয়েই শীর্ষস্থানে উঠেছেন সাকিব।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ