• সারাদেশ

    ডেপুুটি স্পিকার নির্বাচিত হওয়ায়  শামসুল হক টুকুকে গণসংবর্ধনা প্রদান

      প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২২ , ৮:২৬:৫১ প্রিন্ট সংস্করণ

     

    মিজানুর রহমান কাজলঃ

    ডেপুুটি স্পিকার নির্বাচিত হওয়ায় পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকুকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে (১৫ সেপ্টেম্বর) তাঁর নির্বাচনী এলাকা পাবনার বেড়া উপজেলার বেড়া সরকারি কলেজ মাঠে বেড়া ও সাঁথিয়া উপজেলার সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। বেড়া ও সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগ এ সংবর্ধনার আয়োজন করে।

    বিকাল পাঁচটায় বেড়া কলেজ মাঠে অনুষ্ঠিত সংবর্ধনায় বেড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাথিঁয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মাহমুদ দোলো। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বেড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন।

    অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শ্রমজীবী সংগঠন, বেসরকারি সংস্থা, আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে সংবর্ধনা জানান।

    সংবর্ধনা অনুষ্ঠানে শামসুল হক টুকু বলেন, তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন। তাঁকে এই পদে নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

    উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাশিনাথপুর ইউনিয়ন আওয়ামীগ এর সভাপতি চেয়ারম্যান মীর মঞ্জুর এলাহী, সাধারণ সম্পাদক মো. ফরহাদ আলী মাষ্টার। কাশিনাথপুর ইউনিয়ন এর যুব সমাজের অহংকার বিশিষ্ট ব্যাবসায়ি ও সমাজ সেবক মীর ইশতিয়াক এলাহী টুটুল সহ আওয়ামী লীগ যুবলীগ এর নেতৃবৃন্দ।

     

    এর আগে আজ (বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর) অ্যাডভোকেট শামসুল হক টুকু ঢাকা থেকে সড়ক পথে প্রথমে আরিচায় ও পরে সেখান থেকে ফেরিতে দুপুর তিনটায় বেড়া উপজেলার কাজীরহাটে পৌঁছান। সেখানেও হাজারো মানুষ সমবেত হয়ে তাঁকে বরণ করে নেন।কাজিরহাট এক পথসভায় বক্তব্য রাখেন তিনি।

    উল্লেখ্য গত ২৮ আগস্ট নতুন ডেপুটি স্পিকার হিসেবে অ্যাডভোকটে শামসুল হক টুকু শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পর গতকালই (বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর) তিনি তাঁর নির্বাচনী এলাকা (পাবনা-১) পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলায় আসেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ