• সারাদেশ

    ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর গণ-সংবর্ধনা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২২ , ৯:৫০:৪৩ প্রিন্ট সংস্করণ

    শরিফুল ইসলাম:

    পাবনা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) কাজিরহাট বাসস্ট্যান্ডে আমিনপুর থানা আওয়ামীলীগের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

     

    আমিনপুর থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ আলী খাঁন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নবনির্বাচিত ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু। তিনি বলেন, তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন। তাঁকে এই পদে নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

     

    তিনি আরও বলেন, ‘রাজনীতিতে পদপদবী বড় বিষয় নয়, রাজনীতির সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করা। জনগণের আস্থা অর্জনে আওয়ামী লীগ সফল হয়েছে। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। কেউ যেন উন্নয়ন বাধাগ্রস্ত করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।’

     

    এ সময় উপস্থিত ছিলেন- আমিনপুর থানা আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ ইউসুফ আঁলী খান, আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু, জাতসাখিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সাগরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন চৌধুরী, মাশুমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেতা শহিদ প্রমুখ।

     

    এছাড়াও আমিনপুর থানা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ