• সারাদেশ

    পাবনা ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ তিন জন আটক

      প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২২ , ৫:৪২:১৯ প্রিন্ট সংস্করণ

     

    মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

    পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসীর নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে ডিবি পুলিশ, পাবনার এর এসআই(নিঃ)তানভীর রহমান, এসআই(নিঃ) সাগর কুমার সাহা, এএসআই(নিঃ)মোঃ ইকবাল কবির সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় জেলা গোয়েন্দা শাখা, পাবনার একটি আভিযানিক দল অদ্য ইং ২০/০৯/২০২২ তারিখ পাবনা জেলার সদর থানাধীন নিউ মার্কেট ১নং গেটের সামনে হইতে বিকাল- ১৭.২০ ঘটিকায় অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান বিপুল (৩২), পিতা-আব্দুল মতিন, সাং-আটুয়া মমেনাবাদ, মোঃ সেলিম হোসেন (৪০), পিতা-মোঃ সাগর হোসেন, সাং-গোবিন্দা, উভয় থানা-পাবনা সদর জেলা-পাবনাদ্বয়কে ২৭০(দুইশত সত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। একই তারিখ উক্ত আভিযানিক দল রাত্রী-২০.৪৫ ঘটিকায় পাবনা জেলার সদর থানাধীন গোপাল পুর শিল্প গলির ভিতরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোছা: স্বপ্না খাতুন (৪০), পিতা-মোঃ তফিজ প্রাং, সাং-খয়েরবাড়ীয়া, থানা-সাঁথিয়া, জেলা-পাবনা বর্তমান ঠিকানা-মোঃআনিছুর রহমান, পিতা-মৃত হায়দার আলী, সাং-গোপালপুর শিল্প গলি, থানা ও জেলা-পাবনা এর বাড়ীর ভাড়াটিয়া কে ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।

     

    উল্লেখ্য যে, আসামীদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ