প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২২ , ১১:১৭:৪৩ প্রিন্ট সংস্করণ
পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন।
ডিবির এসআই তানভীর রহমানসহ পুলিশের একটি আভিযানিক টিম গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর থানাধীন নিউ মার্কেট ১নং গেটের সামনে অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারি মো. কামরুজ্জামান বিপুল (৩২) ও মো. সেলিম হোসেনকে (৪০) ২৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।
একই দিন ডিবির আভিযানিক দলটি রাত পৌনে ৯টার সময় সদর থানাধীন গোপালপুর শিল্প গলির ভিতরে অভিযান চালিয়ে মাদক কারবারি মোসা. স্বপ্না খাতুনকে (৪০) ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।
উল্লেখ্য, আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন আছে।তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় পৃথক পৃথক মাদক মামলা দায়ের প্রক্রিয়াধীন।