• সারাদেশ

    সুজানগরে নগদ টাকা ও জুয়াখেলার সরঞ্জাম সহ ৫ জুয়ারী আটক

      প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২২ , ৬:৪২:৪৩ প্রিন্ট সংস্করণ

    মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার:

    পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সীর নির্দেশনায় সুজানগর থানাকে মাদক ও সকল প্রকার অপরাধ মুক্ত করার লক্ষ্যে সুজানগর থানার একটি অভিযানিক দল ইং ২১/০৯/২০২২ তারিখ সুজানগর থানাধীন হুদারপাড়া গ্রামস্থ জনৈক মোঃ আজগর আলী (৫৫) পিতা-মৃত শেহের প্রাং এর মেহগুনির বাগানের মধ্যে রাত্রি ০০.৩০ ঘটিকায় অভিযান চালিয়ে ০৫ জন জুয়াড়ীকে জুয়া খেলার তাস ও জুয়ার ১০০৪০(দশ হাজার চল্লিশ) টাকা সহ গ্রেফতার করেন। উক্ত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হইয়াছে।

     

    জুয়াড়ীরা হলোঃ .মোঃ মনির হোসেন(২৫), পিতা-মৃত আঃ মান্নান সাং চৈত্রহাটি,থানা- আতাইকুলা, জেলাঃ- -পাবনা,

    মোঃ স্বপন (২০), পিতা-মোঃ সোহরাব মোল্লা মোঃ মিলন হোসেন(৩২), পিতা-মোঃ আকু শেখ

    মোঃ মনিরুল ইসলাম(২১), পিতা-মোঃ রাজ্জাক সরদার মোঃ মামুন হোসেন(২১), পিতা-মোঃ সালাম হোসেন সর্বসাং হুদার পাড়া, থানা- সুজানগর, জেলা -পাবনা ।

    তথ্যটি নিশ্চিত করেছেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ হান্নান।

    তিনি বলেন অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ