• সারাদেশ

    বেড়ায় চাকলা ইউনিয়নে টিসিবির পন্য বিক্রয়

      প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২২ , ৮:১৭:৫০ প্রিন্ট সংস্করণ

    বুলবুল হাসান, স্টাফ রিপোর্টার:

    পাবনা জেলার বেড়া উপজেলার চাকলা ইউনিয়ন পরিষদে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবির) পণ্য বিক্রয় করা হয়। বাজারে নিত্যপণ্যের দামের উর্ধ্বগতির লাগাম টেনে ধরতে প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগ সাধারণের কাছে পণ্য বিক্রি। এতে সাধারণ মানুষ খুবই খুশি। সারাদেশে ইউনিয়ন পর্যায়ে ডিলারের মাধ্যমে স্বল্প মূল্যে খাদ্য পণ্য বিক্রি হচ্ছে।

     

    চাকলা ইউনিয়ন পরিষদ চত্তরে শুক্রবার ২৩ সেপ্টেম্বর দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা ও স্বল্প মূল্যে খাদ্য সহায়তা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মোঃ সবুর আলীর নির্দেশনায় উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে জেবিন এন্টারপ্রাইজ ডিলারের মাধ্যমে প্রতিটি কার্ড ধারী ক্রেতা ২ কেজি মশুরের ডাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ক্রয় করতে পারবে। মশুরের ডাল ৬৫ টাকা, সয়াবিন তেল ১১০ টাকা, চিনি ৫৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

     

    এ সময় উপস্থিত ছিলেন চাকলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য-সহ টিসিবি কর্মসূচির আওতায় সুবিধাভোগী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ