• সারাদেশ

    ৭৬তম জন্মদিনে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের উদ্যোগে মানব চিত্রে শেখ হাসিনা 

      প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২২ , ৮:০৮:৩৭ প্রিন্ট সংস্করণ

    কুড়িগ্রাম প্রতিনিধি:

    গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আজ ৭৬ তম জন্মদিন। শেখ হাসিনা’র জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো বিস্তারিত কর্মসূচি গ্রহন করেছে।

     

    সারা বাংলাদেশে জন্মদিনে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব সাদ্দাম হোসেন নয়নের উদ্যোগে জেলার নেতাকর্মীদের নিয়ে তিনি এক ব্যতিক্রমী আয়োজনে দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে সম্মান জানিয়েছেন।

     

    তিনি প্রায় ৫০০ জন নেতাকর্মী নিয়ে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র মানব প্রতিকৃতি তৈরি করেন। এসময় দলীয় নেতাকর্মীরা সুসজ্জিতভাবে সারিবদ্ধ হয়ে হুবহু মাননীয় প্রধানমন্ত্রীর হাসি মুখের একটি চিত্র তুলে ধরতে সক্ষম হয়েছেন। পরে সেখান থেকে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের পক্ষ থেকে দলীয় সভানেত্রী শেখ হাসিনা কে ৭৬ তম জন্মদিনের শুভেচ্ছা এবং অভিবাদন জানানো হয়।

     

    এছাড়াও তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে শুভেচ্ছা বার্তা এবং উৎসর্গ করে গানের মাধ্যমে ভিডিও ডকুমেন্টারি তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছে। এবং সেটি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য তাদের নিজস্ব ফেসবুক পেজে শেয়ার করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

     

    তার এই ব্যতিক্রমী আয়োজনে সমর্থন জানিয়ে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাত্রলীগ কে ধন্যবাদ জানান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ