প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২২ , ২:০৯:১৫ প্রিন্ট সংস্করণ
অতিরিক্ত দামে চিনি বিক্রি করায় নীলফামারীর সৈয়দপুরে দুই ব্যবসায়ীর কাছ থেকে ৩৫হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে সৈয়দপুর শহরের শহীদ জহুরুল হক সড়কে বাজার তদারককালে এই জরিমানা আদায় করা হয়।
৩৫ হাজারের মধ্যে আসফাক আলম ট্রেডার্সের কাছ থেকে ২০হাজার এবং সানাউল্লাহ ওয়েল মিলের কাছ থেকে ১৫হাজার টাকা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম বলেন, পাইকারী মুল্যে ৮১টাকা দরে চিনি বিক্রির কথা কিন্তু এই দুই প্রতিষ্ঠানে বেশি দামে বিক্রি করা হচ্ছিলো।
এ সময় জেলা বিপণন কর্মকর্তা এরশাদ আলম খান উপস্থিত ছিলেন