প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২২ , ১:২১:৩১ প্রিন্ট সংস্করণ
শহিদুল ইসলাম নওগাঁ প্রতিনিধি ;
মরিচ ও হলুদ গুঁড়ায় কাপড়ের রং ও আটা ব্যবহারের অপরাধে ব্যবসায়ীকে জরিমানা করেন নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শামীম হোসেন এবং নওগাঁ জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিক। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নওগাঁ সদরের ডাল পট্টি এলাকায় অভিযান পরিচালনা করেন।
তদারকিকালে , মরিচ গুঁড়ার মধ্যে কাপড়ের রং এবং হলুদ গুঁড়ায় আটা ব্যবহারের অপরাধে তারা মা হলুদ ভান্ডার এর মালিককে ১০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করেন এবং উক্ত প্রতিষ্ঠানকে ১৫ দিনের মধ্যে পরিবর্তনের আল্টিমেটাম দেন । অন্যথায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হবে।অভিযানে নওগাঁ পুলিশ লাইনের একটি চৌকষ টিম সহযোগীতা করেন। মোঃ শামীম হোসেন জানান,জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।