প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২২ , ১:২৮:২৬ প্রিন্ট সংস্করণ
মোঃ রোকন মিয়া কুড়িগ্রাম প্রতিনিধি:
উলিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উলিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা এর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম ৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, মেয়র উলিপুর পৌরসভা আলহাজ মামুন সরকার মিঠু।
মত বিনিময় সভায় উপজেলার সকল দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গণ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে আর্থিক সহযোগিতার কথা উল্লেখ করে উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের অতীত ঐতিহ্য অক্ষুন্ন রেখে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে শান্তিপূর্ণ পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা করে দূর্গা উৎসব পালন করার ব্যাপারে সরকার সব ধরনের ব্যাবস্থা নিয়েছে। বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর। এজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।