প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২২ , ১:৩৪:২৪ প্রিন্ট সংস্করণ
মোঃমুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে আজ বিকেল চার ঘঠিকার সময় কালীগঞ্জ ক্লাব vs দালান বাজার একাদশ এর মধ্যকার বন্ধুত্ব পূর্ণ খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কালীগঞ্জ ক্লাব ০৫ —দালান বাজার একাদশ ০ ০
(কালীগঞ্জ ক্লাব Vs দোলান বাজার একাদশ )
আমরা ম্যাচ হেড়েছি নিজেদের গড়েছি পরিবর্তন হয়েছি সকলে আলহামদুলিল্লাহ বড় ব্যাবধানে জয় লাভ করেছি৷
কাউকে ছোট না করে উৎসাহ দিন মনে বল পাবে।
কালীগঞ্জ ক্লাব স্থপিত ২০১৫ ইং
কালীগঞ্জ ক্লাবের খেলোয়াদের নামের তালিকা ঃ
(১)কেপ্টেনঃরাব্বি ইসলাম(C) (পজিশন স্টাইকার)
(২)তারিকুল ইসলাম( বাপ্পী)(৩) রবিউল ইসলাম পাভেল, (৪) তুহিন আহমেদ (৫) নাঈম শেখ,(৬) জাকারিয়া হোসেন (৭) পায়েল হোসেন (গোল কিপার) ,(৮) শ্রাবন আহমেদ, (৯) আহিয়ান সাইফ,(১০) আশরাফুল ইসলাম হিরা (১১) তন্ময়।
অতিরিক্ত খেলোয়াড়ঃ (১) সৌরভ দাস, (২) রামীম,(৩) সিয়াম, (৪) আবির হোসেন (৫) মাসুম মিয়া।
কোচারঃ মোঃ ফিরোজ মিয়া,টিম ম্যানেজারঃ আলী আল মারুফ (অনিক), সার্বিক তত্ত্বাবধানেঃ মোঃ মুক্তাদির হোসেন।
দালান বাজার একাদশ এর খেলোয়াড় দের নামের তালিকাঃ (১) ইয়াছিন (গোলকিপার)(২) ফেরদৌস (৩) কামরুল (৪) জিন্স (৫) প্রভাত (৬) সুকান্ত (৭) তাওহীদ (৮) আল আমিন (৯) ইমন (১০) রিদয় (১১) মুন্না (১২) আলমগীর মোল্লা ( ক্যপেটেন্ট)।
সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠের চার পার্শ্বের দর্শকদের উল্লাসিত করোতালীর মধ্য দিয়ে নির্ধারীত সময়ের মধ্য কালীগঞ্জ ক্লাব ০৫ –০০ গোলের ব্যবধানে জয়ী হন।খেলা টি পরিচালনা করেনঃ মোঃ ফিরোজ মিয়া, সহ – কারী রেফারি হিসাবে ছিলেনঃমোঃ নাজমুল হোসেন, (২)উসমান গনি।