প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২২ , ৮:০০:১৩ প্রিন্ট সংস্করণ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে ৩০টি আসনও পাবে না আওয়ামী লীগ। তিনি সরকারকে সতর্ক করে দিয়েছে বলেছেন, যদি ভালো চান জনগণের ভাষা বুঝে নিরাপদ প্রস্থান করুন।’
গাজীপুরের কাপাসিয়ায় এক আলোচনাসভা ও দোয়া মাহফিলে একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় তিনি বলেন, ‘দুর্গাপূজায় নাশকতা হতে পারে। নাশকতা তো করে এই আওয়ামী লীগ। গেল এক বছরে মন্দির ভাঙার ঘটনা ঘটেছে ৯০টি। যার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরাই সম্পৃক্ত ছিল। অথচ তাদের হাতেই নিরাপত্তার দায়িত্ব দেওয়া হচ্ছে। সংখ্যালঘুরা এই সরকারের অধীনে নিরাপদ না। পূজার নাশকতা ঠেকাতে আওয়ামী লীগ পাহারা দেবে এর অর্থ হলো শেয়ালের কাছে মুরগী বর্গা দেওয়া। পূজায় আওয়ামী লীগই নাশকতা করে বলে দেশের হিন্দু সম্প্রদায়ও এখন বলছে এই সরকারের আমলে তারাও নিরাপদ নয়।’
মির্জা ফখরুল বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০ আসনও পাবে না-এই ভয়েই তত্ত্ববধায়ক সরকার দেওয়া হবে না বলে সারাক্ষণ বলে যাচ্ছেন মন্ত্রীরা।’
সামনে কঠিন সময় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এই লড়াই বাঁচবার লড়াই, সমস্ত পথকে সরকার বন্ধ করে দিয়েছে। ওরা আমার ভাত নিয়ে যাচ্ছে। দেশে আজ বিচার পাওয়া যায় না।পুলিশ আমাদের বন্ধু।’
তিনি বলেন, ‘গোটা পৃথিবী জানে বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার নাই,তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তিন দফা ডাকাতি করে ক্ষমতায় এসেছে তারা।’
আওয়ামী লীগের কোমর ভেঙে গেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিকে লাঠি হাতে নিতে হয় না, আপনাদের কোমর ভেঙে গেছে তাই র্যাব, পুলিশের ওপর নির্ভর করে হাঁটছেন।’
তিনি বলেন, ‘মিথ্যা কথা বলে প্রতারণা করে টিকে আছে আওয়ামী লীগ।’ আওয়ামী লীগ লুটপাট করছে উল্লেখ করে তিনি বলেন, ‘লুটপাট আর চলবে না, দুর্নীতি চলবে না।’