• সারাদেশ

    সুপ্রিম কোর্টের রায়েও তত্ত্বাবধায়ক সরকার অবৈধ: কৃষিমন্ত্রী

      প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২২ , ৮:২৯:২৩ প্রিন্ট সংস্করণ

     

    টাঙ্গাইল প্রতিনিধি:

    বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি’র দাবি তত্ত্বাবধায়ক সরকার। তা না হলে দলটি নির্বাচনে অংশ নেবে না। কিন্তু সংবিধান অনুযায়ী বাংলাদেশে আর কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না। সংবিধানে স্পষ্টভাবে লেখা রয়েছে- নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে। সুপ্রিম কোর্টের রায়েও তত্ত্বাবধায়ক সরকার অবৈধ।

     

    শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

     

    রাজ্জাক বলেন, যে কোনো রাজনৈতিক সংগঠনের মিছিল-মিটিং করার মৌলিক অধিকার আছে। কিন্তু সংবিধানে লেখা আছে- মানুষের জীবন মানের ওপর কোনো হুমকি সৃষ্টি করা যাবেনা, জীবন মানকে ঝুঁকির মাঝে ফেলা যাবেনা।

     

    তিনি বলেন, আমরা বিএনপিকে আর আগুন সন্ত্রাস করতে দেবো না। এখনকার আইন শৃঙ্খলা বাহিনী অনেক সুশৃঙ্খল। যে কোনো মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের। তাই পুলিশ প্রতিহত করবে।

     

    অনুষ্ঠিত সম্মেলনে শহর আওয়ামী লীগের সভাপতি এস এম সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আযম এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চাঁপা, সদস্য এ বি এম রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফারাজি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির প্রমুখ।

     

    এ সময় শহর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ