• সারাদেশ

    সিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধভাবে মা ইলিশ আহরণকারী ১ জেলের কারাদন্ড

      প্রতিনিধি ৮ অক্টোবর ২০২২ , ৩:৫৬:৪১ প্রিন্ট সংস্করণ

     

     

    সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি:

     

    সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের যমুনা নদীর মেহেরনগর পয়েন্টে অবৈধভাবে মা ইলিশ আহরণকারী শাহালম নামের ১ জেলেকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শাহালম চৌহালী উপজেলার স্থল গ্রামের আব্দুল খালেকের ছেলে।,

    শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ১ জেলেকে ১৫ দিন কারাদন্ড দিয়েছেন। এ সময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

    এদিকে চৌহালী উপজেলায় পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ