• সারাদেশ

    বয়স ও বিষয় ভিত্তিক নৃত্য প্রতিযোগিতায় কথক নৃত্যেদেশ সেরা শিল্পীর পুরস্কার পেয়েছে পাবনার সম্প্রীতি চাকী লহরী

      প্রতিনিধি ৯ অক্টোবর ২০২২ , ১২:১৫:০৮ প্রিন্ট সংস্করণ

     

    স্টাফ রিপোর্টার : দেশব্যাপী বয়স ও বিষয় ভিত্তিক নৃত্য প্রতিযোগিতা-২০২২ এর জাতীয় পর্যায়ে কথক নৃত্যে ক বিভাগ থেকে সেরা শিল্পী হিসেবে পুরস্কৃত হয়েছে পাবনার মেধাবী ও সম্ভাবনাময়ী শিশু সম্প্রীতি চাকী লহরী। বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে সম্প্রতি দেশব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত,১ সেপ্টেম্বর দেশব্যাপী বয়স ও বিষয় ভিত্তিক জাতীয় নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহন করে সে।

    জেলা পর্যায়ে উত্তীর্ণ হয়ে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায়। এরপর গত ২২ সেপ্টেম্বর বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে চূড়ান্ত পর্বের প্রতিযোগী হিসেবে একক নৃত্যে কথক বিষয়ে ক বিভাগের একজন গর্বিত সেরা নৃত্যশিল্পী হিসেবে ৮ বছর বয়সে সে জাতীয় পুরস্কার অর্জন করে। মেধাবী সম্প্রীতি চাকী নাচ শেখা শুরু করে মাত্র ৩ বছর বয়সে নৃত্য গুরু হিসেবে খ্যাত মুনমুন আহমেদ এর কাছে। সম্প্রীতির নাচের মুল বিষয় হল কথক নৃত্য। সম্প্রীতি ৪ বছর বয়সে প্রথম অনুষ্ঠান করার সুযোগ পায় বিটিভি তে। এর কিছুদিন পরেই আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলার নাট্যশালা মিলনায়তনে সম্প্রীতি একটি দলীয় নৃত্যে অংশগ্রহণ করে সকলের নজর কাড়ে।

    সম্প্রীতির দাদা সঙ্গীত শিল্পী ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রলয় চাকী এবং তার দিদা তৃপ্তি চাকীর (প্রলয় চাকির মা) অনুপ্রেরণায়, সম্প্রীতি পাবনাতে প্রথম অনুষ্ঠান করে ২০১৯ সালের বই মেলাতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর জাতীয় উৎসবে সম্প্রীতি দলীয় নৃত্যে অংশগ্রহণ করে সে। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নৃত্য নাট্যটির সঙ্গীত পরিচালনায় ছিলেন সম্প্রীতির পিতা সঙ্গীত পরিচালক সানি চাকী। নৃত্য নাট্যটির নাম ছিল “অনন্যা অপরাজিতা” আর সেটির পরিচালনায় ছিলেন নৃত্যগুরু খ্যাত মুনমুন আহমেদ।

    এর আগে মুনমুন আহমেদ এর বেশকিছু নৃত্যনাট্য এর সঙ্গীত আয়োজন সানি চাকী করলেও এই প্রথম সম্প্রীতি তার পিতার সঙ্গীতে মঞ্চে নৃত্য পরিবেশন করে। ২০২১ এর ১৭ ডিসেম্বর সম্প্রীতি বেঙ্গল ফাউন্ডেশন নিবেদিত “সৃজনে ও শেখড়ে” অনুষ্ঠানে কথক নৃত্য পরিবেশন করে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গেলো ৭ থেকে ১৮ সেপ্টেম্বর বারো দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবে সম্প্রীতি একক নৃত্য পরিবেশন করে এবং সনদপত্র পায়। এটিই সম্প্রীতির নৃত্যে প্রথমবারের মতো সনদপত্র প্রাপ্তি। গত ৭ অক্টোবর সম্প্রীতি পাবনার বনমালী শিল্পকলা কেন্দ্রে কথক নৃত্য পরিবেশন করে যা দর্শক প্রশংসিত হয়।

    এতো অল্প বয়সে তার দৃষ্টিনন্দন শৈল্পিকতা ম্গ্ধু করে দর্শকদেরকে। সম্প্রীতির মা সুচিত্রা চাকী মেয়ের পড়ালেখার পাশাপাশি তাকে গড়ে তুলছেন নিজের মতো করে। মেয়েকে সাংস্কৃতিক পরিমন্ডলে জড়িয়ে দিয়েছেন, আর সম্প্রীতির পূর্ব পুরুষ ও পরিবারের সদস্যরা এ জেলায় বহু বছর ধরেই সাংস্কৃতিক চর্চাতে মিশে আছে। নিজেদের সমুজ্জল অস্তিত্বে অবস্থান নিয়ে আছে জেলার সাংস্কৃতিক পরিমন্ডলে। সম্প্রীতি শিশু শিক্ষালয় ওয়াই.ডব্লিউ.সি.এ. বিদ্যালয় এর দ্বিতীয় শ্রেনীতে পড়ালেখা করছে এখন। নাচের পাশাপাশি ছবি আঁকাতেও আগ্রহ আছে তার। সম্প্রীতির নাচ আর ছবি আঁকায় সব থেকে বেশি অনুপ্রেরণা দিত তার ঠাকুমা রেবা চাকী। সম্প্রীতি তাকে ঠাম্মি বলে ডাকত। গত বছরের ৫ নভেম্বর রেবা চাকীর জীবনাবসান ঘটে। সম্প্রীতি যেন একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, মানবিক মূল্যবোধ সম্পন্ন নৈতিক সুমানুষ হিসেবে বেড়ে উঠতে পারে, যেনো আলোকিত একজন শিল্পী হিসেবে গড়ে উঠতে পারে আগামীতে, সেজন্য তার পিতা মাতা সকলের কাছে আশির্বাদ কামনা করেছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ