• সারাদেশ

    সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুজাদ্দেদিয়া কমিটির আনন্দ মিছিল ও দোয়া মাহফিল

      প্রতিনিধি ৯ অক্টোবর ২০২২ , ৩:৩৩:৪৯ প্রিন্ট সংস্করণ

    আজ মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। যে মহামানবের আর্বিভাব না হলে এই সুন্দরতম পৃথিবী সৃষ্টি হতো না । যাহার জন্য এই পৃথিবীর সুখ-শান্তি, প্রাকৃতিক সৌন্দর্য় উপভোগ করি। নবী করীম (সা:) এই পৃথিবীর সকলের নবী মুসলিমজাতির বিশ্বাস ও আকীদা। শুধু মুসলিম জাতির জন্য মহান আল্লাহ তায়ালা তাহাকে পৃথিবীতে প্রেরিত করেন নাই। তাহাকে পৃথিবীতে সকলজাতির জন্য নবী-রাসূল হিসেবে পাঠিয়েছেন। তিনি পৃথিবীর সকল জাতির শিক্ষাগুরু, পথ-প্রদর্শক, শান্তির দিশারী, অন্যায়, ব্যাভিচার, জুলুমের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠাতা ।

     

    আজ এই দিনে ৫৭০ হিজরী ১২ই রবিউল আওয়াল মাসে আরবের কুরাইশ বংশে মা আমিনার কোলে পৃথিবীর শ্রেষ্ঠতম আলো জান্নাতি নূরকে পাঠান মহান আল্লাহ তায়ালা। যে আলোয় অন্ধকার নিম্জিত গোটা আরব তথা পৃথিবীকে আলোকিত করেছিলেন।

     

    সারাদেশসহ সিরাজগঞ্জে ১২ই রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রোববার (৯ অক্টোবর) ভোরে আনন্দ মিছিল বের করে জেলার কামারখন্দ উপজেলার হায়দারপুর মুজাদ্দেদিয়া কমিটি।

     

    আনন্দ মিছিল হায়দারপুর খাজা রওশনারা (রহ.)-এর মাজার প্রাঙ্গণ থেকে শুরু করে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও মাজার প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে শত শত মুসলিম অংশগ্রহণ করেন। পরে মাজার এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

     

    এ সময় হায়দারপুর মুজাদ্দেদিয়া কমিটির আব্দুর রাজ্জাক আকন্দ, আলহাজ্ব গোলাম রাব্বানি, আব্দুল মজিদ, মোহাম্মদ আলী জিন্নাহ, খোকন আকন্দ, কামরুজ্জামান আকন্দ, গোলাম আজম, গোলাম আম্বিয়, মামুনুল ইসলাম পাপ্পু, মাহফুজুর রহমান, দুলাল আকন্দ, লিটন আকন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ