প্রতিনিধি ৯ অক্টোবর ২০২২ , ৪:৪৯:৩১ প্রিন্ট সংস্করণ
চম্পা মৃধা
মহা মানব বিশ্ব নবী
হে মুহাম্মদ রাসূল
এই বিশ্ব জাহানে তুমি
সৌরভ মাখা এক ফুল।
নবী কুলের শেষ নবী যে
তোমায় ভালো বাসি,
তোমার ত্বরে আল-কোরান যে
আল্লাহ্ দিল আসি।
জগৎ মাঝে ছড়ালে যে
ভালোবাসার বানী
তোমার আর্দশ পথ যেন
আমরা সবাই মানি।
হাসরের ঐ ময়দানেতে
সাথী থেকো তুমি
বিচার কালে তোমার ত্বরে
ঠাই যেন পাই আমি।।
চম্পা মৃধা দোহার, ঢাকা বাংলাদেশ।