প্রতিনিধি ৯ অক্টোবর ২০২২ , ৯:২৬:৪৩ প্রিন্ট সংস্করণ
মিজানুর রহমান কাজল স্টাফ রিপোর্টারঃ
পাবনার ঈশ্বরদীতে উদপাদিত অবৈধ ঘোষিত বিপুল পরিমান পলিথিনসহ ২ জনকে গ্রেফতার করেছে কাশিনাথপুর ফাঁড়ি পুলিশ। এসময় তাদের সাথে থাকা অবৈধ পলিথিন বহনকারী একটি কার্ভাড ভ্যান ও জব্দ করেছে কাশিনাথপুর ফাঁড়ি পুলিশ।
গত ৬-ই অক্টোবর বৃহস্পতিবার ২০২২ কাশিনাথপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কাশিনাথপুর ফাঁড়ি পুলিশের একটি চৌকসদল ৪০ কেজির মোট ১৬৬ টি বস্তা উদ্ধার করেন। যার আনুমানিক ওজন ১৬৬ মন যাহার আনুমানিক বাজার মূল্য ১৩,২৮০০০/= তের লক্ষ আটাশ হাজার টাকা।
এসময় অবৈধ পলিথিন বহন করার দায়ে পাবনা জেলার আমিনপুর থানাধীন চরকান্দি গ্রামের মো. সাত্তার আলীর ছেলে মো. দেলোয়ার হোসেন (৪০) এবং ঈশ্বরদী থানাধীন মশুড়িয়া পাড়া এলাকার মো. আঃ রাজ্জাকের ছেলে মো. লিখন (২৬) কে গ্রেফতার করা হয়েছে।
কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমতিয়াজ জানান, ঈশ্বরদী উপজেলাধীন শিপন প্যাকেজিংয়ের অবৈধ পলিথিনসহ দুইজনকে এবং বহনকরা একটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। উদ্ধারকৃত পলিথিন জব্দ দেখিয়ে গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মামলা রুজুকরা হয়েছে।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার সে সময় এ তথ্য নিশ্চিত করে বলেছিলেন, দীর্ঘদিন থেকে শিপন অবৈধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করে আসছিলেন। পাবনা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খোঁজ নিয়ে সত্যতা মেলে। এসময় অভিযান চালিয়ে পলিথিন তৈরির কাঁচামাল, সরঞ্জাম জব্দ করে পুলিশ। এসময় কারখানার মালিক শিপনকে আটক করা হয়।