প্রতিনিধি ১১ অক্টোবর ২০২২ , ১২:৪৬:৩৩ প্রিন্ট সংস্করণ
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় প্রফেসর মেরিনা জাহান কবিতা আন্তঃজেলা গোল্ডকাপ ২০২২ অনুষ্ঠিত হচ্ছে।
এ খেলায় আজ (১০অক্টোবর) সোমবার বিকেলে উপজেলার জামিরতা ডিগ্রি কলেজ মাঠে নাটোর জেলা বনাম টাঙ্গাইল জেলার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে গত দুই দিনের তুলনায় অনেক বেশি লোক সমাগম বেশি ঘটে। নাটোর বনাম টাঙ্গাইল এর মধ্যকার ম্যাচটিতে ১ গোলে বিজয়ী হয় নাটোর জেলা টিম।
এ ব্যাপারে অনেকেই জানান, করোনার কারণে দীর্ঘদিন পরে এই খেলা অনুষ্ঠিত হওয়ার কারণে অনেক মানুষ হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, সাবেক সংসদ সদস্য ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ চয়ন ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হোসেন সুনাম ও সাবেক গোলকিপার মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ।,
এছাড়া ও উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।