• সারাদেশ

    বেড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ পালিত

      প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২২ , ৪:৪৪:৩২ প্রিন্ট সংস্করণ

     

    বুলবুল হাসান : বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে। আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।

     

    বৃহস্পতিবার ১৩ই অক্টোবর বেড়া উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ার মাধ্যমে দিবসটি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য- ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ অর্থাৎ আর্লি ওয়ার্নিং অ্যান্ড আর্লি অ্যাকশন ফর অল’`। দিবস টি পালনের একটি র‍্যালী বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেড়া উপজেলার ইউএনও মোঃ সবুর আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা,উপজেলা সমাজসেবা অফিসার,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার যুব উন্নয়ন অফিসার, আনসার ভিডিপি কর্মকর্তা সহ বিভিন্ন ব্যক্তিবর্গ প্রমুখ।

     

    এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুর আলী বলেন এ দেশে দুর্যোগ প্রশমনের বিষয়ে কাজ শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ গড়ার দায়িত্ব পাওয়ার পর এ কাজকে বিশেষ গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ