প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২২ , ৭:৩০:০৫ প্রিন্ট সংস্করণ
ভোলা প্রতিনিধিঃ-
ভোলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে নৌ পুলিশের উপর হামলার অভিযোগে ১৮ জেলে কে আটক করেছে ভোলার নৌ পুলিশ।
১৫ই অক্টোবর সকালে ভোলার চর সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায় মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে টহলরত থাকা পুলিশের উপর হামলা করেন জেলেরা। হামলায় নৌ পুলিশের এ এস আই গালিব ও এ এস আই বিল্লাল আহত হয়। আহতদের ভোলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশের ওসি আখতার হোসেন।
আটকৃত জেলেরা লক্ষ্মীপুর,মেহেন্দিগঞ্জ ও ভোলার বাসিন্দা বলে জানান পুলিশ।
নৌ পুলিশের ওসি আখতার হোসেন বলেন, শনিবার ভোরে নৌ পুলিশের টিমের উপর হামলা করেন জেলেরা। এতে পুলিশ দুই রাউন্ড গুলি বিনিময় করেন এবং ১৮ জেলে কে আটক করেন।
নৌ পুলিশের ৭জন সদস্য ১৮ জন জেলে কে আটক করেছেন বলেও জানান ওসি। এসময় ২০ কেজি ইলিশ ও কারেন্ট জাল জব্দ করা হয়।