• সারাদেশ

    সাবেক চেয়ারম্যান মাহমুদ হাসানকেই পূনরায় চেয়ারম্যান দেখতে চান ১৪নং শ্রীপুর ইউনিয়নবাসী

      প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২২ , ৯:৪৪:৫৭ প্রিন্ট সংস্করণ

     

     

    আহসান বিশেষ প্রতিবেদনঃ-

     

    গত ইউপি নির্বাচনে ধাপে ধাপে অনুষ্ঠিত হয়েছে সারাদেশে ইউপি নির্বাচন, গত ১১ নভেম্বর থেকে সারাদেশে একযোগে ২য় ধাপে ৮৪৮ টি তৃতীয় ধাপে এবং চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ ধাপে সারাদেশে সম্ভাব্য বাকি সব কয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে এ বছরের প্রথম ও মাঝামাঝি সময়ে, সম্ভাব্য শেষ ধাপের ইউপি নির্বাচনের তালিকায় আছে বরিশাল জেলার কয়েকটি উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের ,তাই ইতিমধ্যে মেহেন্দিগঞ্জ উপজেলায়ও বইছে ভোটের হাওয়া, উক্ত উপজেলায় নির্বাচন না হওয়া ইউনিয়নগুলোতে শুরু হয়েছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন প্রার্থীরা।

    তারই ধারাবাহিকতায় নির্বাচন না হওয়া ১৪ নং শ্রীপুর ইউনিয়ন ঘুরে ও ভোটারদের সাথে কথা বলে জানা গেছে পুরাতন চেয়ারম্যান ও সাবেক মেম্বার জনাব মাহমুদ হাসান এর উপরই আস্থা রাখতে চান ভোটাররা, বরিশাল জেলার মেহেন্দি গঞ্জ উপজেলার ১৪ নং শ্রীপুর ইউনিয়নের সাধারণ ভোটাররা তারা তাদের সাবেক ও সফল চেয়ারম্যান কে আবারো ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করতে চান। কারন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক মেম্বার মাহমুদ হাসান,পরোপকারী নিঃস্বার্থবান সমাজ সেবক এবং একজন ভালো মানুষ।

     

    জানা যায় মাহমুদ হাসান কৈশর বয়স থেকে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করে আসছেন একজন সক্রিয় কর্মী হিসেবে। ছিলেন আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী হয়ে , ত্যাগি নির্যাতিত-নিপীড়িত, তিনি দীর্ঘদিন ধরেই আমলীগ পরিবারের সদস্য ।

     

    একান্ত সাক্ষাৎকারে মাহমুদ হাসান জানান বিএনপি জামাত জোট সরকারের আমলে আমার নামে একাদিক মামলা ও একাধিকবার হামলা ও নির্যাতনের শিকার হয়েছি।

     

    মাহমুদ হাসান ১৪ নং শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক ।২০১৪ সালের ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করে তিনি বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হন।তারপর থেকে তার ওয়ার্ডে জুয়া, মাদক ও বাল্যবিবাহ,ইভটিজিং রোধে কাজ করে আসছেন এবং তা অনেকাংশে নির্মূল করতে সক্ষম হয়েছেন । পরবর্তীতে তিনি বিভক্ত শ্রীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন

     

    তিনি আরো জানান তার চেয়ারম্যান থাকা কালীন সময় তিনি বয়স্ক ভাতা, জেলে কার্ড সহ অসংখ্য মাতৃত্বকালীন, বিধবা, প্রতিবন্ধি, ভিজিডি ও ভিজিএফের কার্ড বিনামূল্যে করে দিয়েছেন, কারো কাছ থেকে একটি টাকাও নেননি,জনসেবা করে গেছেন

    বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দক্ষিন বঙ্গের সিংহ পুরুষ আবুল হাসনাত আবদুল্লাহর, নেতৃত্বে

     

    এ ছাড়াও করোনাকলীন সময় শতাধিক সাধারণ জনগণকে ত্রাণ সহায়তা করেছেন। ব্যক্তিগত তহবিল থেকে, তিনি আরো জানান আগামীতে নির্বাচত হলে তার ইউনিয়নে উন্নয়নমূলক অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করবেন। তিনি এও বলেছেন যতদিন বেচে থাকবেন আওয়ামী লীগের সাথেই থাকবেন, এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এবং জননেতা আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ’রঅনুসারী হয়েই থাকবেন,এ বিষয় উপজেলা নির্বাচন কর্মকর্তা সাংবাদিক দের এক প্রশ্নের জবাবে,করোনা মহামারী, ও বিভিন্ন প্রতিবন্ধকতার কথা উল্লেখ্য করেন এবং বলেন দ্রুত সব প্রতিবন্ধকতা কাটিয়ে দ্রুত সময়ের মধ্য নির্বাচন তফসিল ঘোষনা করার বিষয়,উপর মহলে কথা বলবেন,

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ