• সারাদেশ

    বেড়ায় মুরগির খামারের বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

      প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২২ , ১১:২২:১৬ প্রিন্ট সংস্করণ

    ফেরদৌস তপন বিশেষ প্রতিনিধিঃ

    পাবনা জেলার বেড়া উপজেলায় বক্তারপুর গ্রামে মুরগির খামারের বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। অভিযোগ উঠেছে, গ্রামের মানুষের, প্রতিবেশিদের কথা না ভেবে নীতিমালা উপেক্ষা করে গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় খামারটি স্থাপন করা হয়েছে। এ আমিনপুর থানার তদন্তকারী কর্ম কর্তা জাহাঙ্গীর আলম এসে ঘটনাটির সত্যতা প্রমান পেয়েছে। ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বর তোফাজ্জল হোসেনও ব্যাপারটি জানেন্ এবং আমিনপুর থানা কে অবহিত করেন।

     

    লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন মাস আগে বক্তার পুর গ্রামের লিটন মোল্লা পিতার নাম আবু সাঈদ ঘনবসতিপূর্ণ এলাকায় ব্রয়লার মুরগির খামার স্থাপন করেন। বর্তমানে খামারে প্রায় আড়াই হাজার মুরগি রয়েছে। মুরগির বিষ্ঠার কারণে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। বিষ্ঠার দুর্গন্ধে খামারের চারদিকে মানুষের বসবাস করা দায় হয়ে পড়েছে। মানুষের পেটের পীড়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। অথচ নীতিমালা অনুযায়ী, একটি মুরগির খামার স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমতি ও প্রাণিসম্পদ কার্যালয় থেকে রেজিস্ট্রেশনভুক্ত হতে হবে। ঘনবসতিপূর্ণ এলাকা এবং জনগণের ক্ষতি হয় এমন স্থানে খামার স্থাপন করা যাবে না।

     

    গত বৃহস্পতিবার বক্তারপুর গ্রামে সরজমিনে গিয়ে দেখা যায় খামারটির আশপাশে মুরগির বিষ্ঠা ছড়িয়ে–ছিটিয়ে আছে। পানিনিষ্কাশনের ব্যবস্থা নেই। খামারের চারপাশে বসতবাড়ি। এসব বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। এমন কি বাড়ীর ছাদেও মুগি পালন করছে।স্থানীয় বাসিন্দা মোস্তফা, আবুু কালাম,নুরামিন সহ অনেকেই অভিযোগ করে বলেন আাশে পাশের সবাই মাস্ক পরে বসবাস করছে। সবাই অস্বাভাবিক জীবন যাপন করছে।

     

    এক কলেজছাত্র বলেন, ঘনবসতিপূর্ণ এলাকা থেকে খামারটি সড়ানোর জন্য ১১ই সেপ্টেম্বর আমিনপুর থানায় অভিযোগ দায়ের করেন তার পূর্বে স্থনীয় মেম্বরকেও অবহিত করেন। খামার মালিক লিটনকে মুরগি পালনে বাধা দেয়ার পরের দিন বাধা দেয়া রাজেক সেখের তাতের সুতা কেটে ব্যাপক ক্ষতি সাধন করেছে। বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে।ব্যপারটি স্থানীয় ভাবে মিমাংসার কথা হলে কৌশলে বিলম্ব করছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ